কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগইঞ্জা লোক

 তন্ময় আলমগীর | ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ২:৪২ | সাহিত্য 


কিশোরগঞ্জের প্রকৃতি ঠিক
সবুজ শ্যামল ঘেরা
মানুষজনও দেশ বিদেশে
গুণ-গরিমায় সেরা।

সংস্কৃতি আর ঐতিহ্যের
বিপুল সমাহার
জন্মভিটার করতে তারিফ
আর কি লাগে আর?

আমার আছে দিল-দরিয়া
মায়া মায়া চোখ
আমি হইলাম খাঁটি একখান
কিশোরগইঞ্জা লোক।

লেকসিটি আর মুক্তমঞ্চ
হওয়ার আরো আগে
প্রাণটা ভরে মুক্ত বাতাস
নেওয়ার স্মৃতি জাগে।

আজিমউদ্দিন স্কুল আর
শোলাকিয়ার মাটি
বাল্যকালের মতই আহা!
আজও শীতলপাটি।

তাইতো আমার গর্বে এবং
সুখে ভরে বুক
আমি হইলাম খাঁটি একখান
কিশোরগইঞ্জা লোক।

গুরুদয়াল, স্টেডিয়ামের
যত দূর্বাঘাস
তাদের সাথে ছিল আমার
নিত্য বসবাস।

রেল লাইনের পথটি ধরে
উদাস হেঁটে চলা
কাব্যদেবীর গল্প আছে
সব যাবে না বলা।

স্মৃতির ঝাঁপি খুললে ভীষণ
বুক করে ধুকপুক
আমি হইলাম খাঁটি একখান
কিশোরগইঞ্জা লোক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর