কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে লাইসেন্স ছাড়া কোন ইটভাটা চলতে পারবে না: এডিসি মাসউদ

 স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০১৯, রবিবার, ১:২৩ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জে লাইসেন্স ছাড়া কোন ইটভাটা চলতে পারবে না বলে উল্রেখ করে যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স গ্রহণের আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। লাইসেন্স পাওয়ার  ক্ষেত্রে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুলাই) দুপুরে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের সকলের যত্নবান হতে হবে। প্রত্যেকে আন্তরিক হয়ে দু’টো করে গাছ লাগালেও ইটভাটার পরিবেশে একটা ইতিবাচক পরিবর্তন আসে। এভাবে পরিবেশের ব্যাপারে সবাই আমরা সজাগ ও আন্তরিক হতে পারি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ ইটভাটাগুলোতে একই পরিমাপের ইট প্রস্তুতেরও তাগিদ দেন।

বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন মানিক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মজিবুর রহমান বেলাল ও সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে তারা সরকারি বিধিবিধান মেনে ইটভাটা পরিচালনা করার উপর গুরুত্বারোপ করে মালিক-শ্রমিক সম্পর্কোন্নয়নের তাগিদ দেন।

জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় সমিতির সদস্য জেলার ইটভাটাসমূহের মালিকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর