কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়া-হোসেনপুর মরহুম সাংসদ একেএম শামছুল হক গোলাপ মিয়া সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০১৯, সোমবার, ১০:০০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় পাকুন্দিয়া-হোসেনপুর জিসি রাস্তা মরহুম সাংসদ একেএম শামছুল হক গোলাপ মিয়া সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) সকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এ রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে পৌরসদরের ঈদগাহ্ সংলগ্ন হোসেনপুর মোড়ে জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ এর সঞ্চালনায় এতে সংসদ সদস্য নূর মোহাম্মদ ছাড়াও বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পৌরমেয়র মো. আক্তারুজ্জামান খোকন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছ উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, তরীকুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন আনার, রায়হান উদ্দিন আকন্দ, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সোহেল রানা প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পাকুন্দিয়া-হোসেনপুর সড়কটি সর্বজন শ্রদ্ধেয় সৎ ও আদর্শবান রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য একেএম শামছুল হক গোলাপ মিয়ার নামে নামকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলজিইডি’র বাস্তবায়নে ৭ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৬৩৪টাকা ব্যয়ে পাকুন্দিয়া থেকে কাওনা ব্রীজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। মেসার্স সাহিল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর