কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীর পায়ুপথ থেকে বেরোল ৮৫০ পিস ইয়াবা

 স্টাফ রিপোর্টার | ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:২০ | অপরাধ 


কিশোরগঞ্জে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটকের পর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ৮৫০ পিস ইয়াবা বের করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া এলাকায় তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে পেটের ভেতর ইয়াবা থাকার কথা জানায়।

পরে চিকিৎসকের পরামর্শে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ইয়াবা বের করা হয়।

মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও এএসপি মো. মাহবুব-উল-আলম জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর