কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে একুশের আলোচনা

 স্টাফ রিপোর্টার | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৬:০১ | শিক্ষা  


ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে ‘একুশের চেতনা ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইন অনুষদের ডীন মো. রফিকুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূইয়া মুকুল, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নূরুল আমিন, আইন বিভাগের প্রভাষক সুলতান উদ্দিন প্রধান, মোস্তফা মোশাররফ, মোনতাজ আলী, ইংরেজি বিভাগের প্রভাষক ফারজানা খানম, রাকিবুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের ইমরান আহমেদ শাকীর, শিক্ষার্থী ফারুকুজ্জামান প্রান্ত, হেদায়েত উল্লাহ শরীফ প্রমুখ।

এর আগে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, চেয়ারম্যান, ট্রাস্টি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল।

এছাড়া ২১শে ফেব্রুয়ারী বুধবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর