কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরি কমিটির সদস্য হলেন রাষ্ট্রপতির ছোট ছেলে তুষার

 স্টাফ রিপোর্টার | ২৭ জুলাই ২০১৯, শনিবার, ৫:৫২ | শিক্ষা  


বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরি কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।

ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরি কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ শহরে প্রতিষ্ঠিত ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

শনিবার (২৭ জুলাই) দুুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী এবং আইন অনুষদের ডীন প্রফেসর মো. রফিকুল আলম।

অনুষ্ঠানে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষারকে ফুল দিয়ে বরণ করেন ডীন প্রফেসর মো. আরজ আলী। এছাড়া ক্রেস্ট প্রদান করেন ট্রাস্টি সেক্রেটারী প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান ও উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম বদরুদ্দোজা, ট্রেজারার এ.কে. মাহবুবুল আলম, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহমেদ শাকীর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর তিন ছেলের মধ্যে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার সবার ছোট। তিনি একজন কৃষিবিদ ও ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর