কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নারী ও শিশু নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা | ২৮ জুলাই ২০১৯, রবিবার, ৭:২৭ | সারাদেশ 


সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় রোববার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পৌরসভার মোড়ে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব নেত্রকোনা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ  সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আবুল হাশেম, নূরজাহান বেগম, শামীম আহমেদ, দিলওয়ার খান, আবুল আরশাদ হোসনে আরা, সাইফুল ইসলাম, এমদাদ হোসেন, উত্তম সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

কর্মসূচিতে র‌্যাক-বাংলাদেশ, আর্প, ওয়েপ, আরডিওসহ বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর