কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

 আমিনুল ইসলাম বাবুল | ২৯ জুলাই ২০১৯, সোমবার, ৭:৩০ | তাড়াইল  


শিক্ষার্থীদের ছাত্র অবস্থায় নীতি-নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে তাড়াইল উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে, উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা।

সোমবার (২৯ জুলাই) তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসায় প্রতিষ্ঠা করা বিক্রেতাবিহীন সততা স্টোরের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারেফ হোসাইন।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় ও মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারেফ হোসাইন বলেন, ‘সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। ব্যক্তি জীবন গঠনে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।’

তিনি সাম্প্রতিক গুজব ও গণপিটুনি প্রসঙ্গে বলেন, গুজবে কান দিবেন না। গুজব ছড়াবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম খন্দকার, সহকারি প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামান মোস্তফা, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য দেওয়ান ফারুক দাদ খান, মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মো. আবদুস সাত্তার আইনুল, আমাদের সময় প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুল, সংবাদ প্রতিনিধি রবীন্দ্র সরকার প্রমুখ।

বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়াও হালকা খাদ্য সামগ্রী স্থান পেয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর