কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১১:২৮ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

পরে ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এছাড়া অন্যদের মধ্যে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, জেলা সনাক সভাপতি আব্দুল গণি, শহরের প্রবীণ শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাফিদ বিন ওয়ালিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সদর উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় মোট ২২টি স্টল স্থাপন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর