কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্কুল ছাত্রী রীমা ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে হোসেনপুরে স্মারকলিপি প্রদান

 মিছবাহ উদ্দিন মানিক | ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৩ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী স্মৃতি আক্তার রীমা ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে ফাঁসি কার্যকরের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের হাতে এই স্মারকলিপি তুলে দেন হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আফাজুর রহমান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী আসমা বেগম, জেলা শিক্ষক সমিতির অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুনজুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির রায়হান, প্রধান শিক্ষক নুর উদ্দিন, প্রধান শিক্ষক তাহমিনা রওশন, মামলার বাদী রীমার মা আঙ্গুরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ই জুলাই পাকুন্দিয়া উপজেলা গাংধোয়ারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে স্কুল ছাত্রী স্মৃতি আক্তার রীমা ধর্ষণ ও হত্যার শিকার হয়।

নিহত স্মৃতি আক্তার রীমা হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর