কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে সততা পোল্ট্রিকে ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য ধ্বংস

 স্টাফ রিপোর্টার | ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ১২:২২ | করিমগঞ্জ  


জেলার করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সততা পোল্ট্রি নামের একটি পশু খাদ্য ও ওষুধের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য ও ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলার নিয়ামতপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য রাখা, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও প্রাণীসম্পদ অধিদফতর কর্তৃক লাইসেন্স না থাকায় সততা পোল্ট্রিকে ৫০ হাজার টাকা তিনি জরিমানা করেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বণিক, ভেটেরিনারী ফিল্ড অ্যাসিসটেন্ট দিদারুল ইসলাম প্রমুখ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বণিক জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আলোকে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য ও অনুমোদনহীন ওষুধ ধ্বংস করা হয়েছে।

কোরবানি ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর