কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

 মিছবাহ উদ্দিন মানিক | ৩ আগস্ট ২০১৯, শনিবার, ৯:০৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে মাছ ধরার জন্য সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক আসিফ (২৪) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার আড়াইবাড়িয়া-নিহারগাতী গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত এনামুল হক আসিফ আড়াইবাড়িয়া-নিহারগাতী গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শনিবার (৩ আগস্ট) বিকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরতে যান আসিফ।

এসময় বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর