কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মরিচে রং মেশানো মিলসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 আমিনুল ইসলাম বাবুল | ৪ আগস্ট ২০১৯, রবিবার, ১১:৫৪ | তাড়াইল  


তাড়াইলে রং মিশিয়ে মরিচের গুঁড়া প্রক্রিয়াজাতকারী একটি রাইস মিলসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাড়াইল সহিলাটি মোড়ের তানিয়া রাইস মিলকে রং মিশিয়ে মরিচের গুঁড়া প্রক্রিয়াকরণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিল মালিক মো. রোকন মিয়া ভবিষ্যতে আর কখনো এই অপকর্ম করবে না বলে প্রতিশ্রুতি দিলে তাকে মিল চালানোর অনুমতি দেয়া হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

তাড়াইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও মো. ইব্রাহীম হোসেন জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর