কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবলে আইন বিভাগ চ্যাম্পিয়ন

 স্টাফ রিপোর্টার | ৫ আগস্ট ২০১৯, সোমবার, ৬:৫৩ | খেলাধুলা 


ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় আইন বিভাগের দল ল’ ব্রেভারস চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৫ আগস্ট) কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোডে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ল’ ব্রেভারস এবং ইংলিশ নাইটস্ পরস্পরের মুখোমুখি হয়।

খেলায় ইংলিশ নাইটসকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ল’ ব্রেভারস চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবসায় অনুষদ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিশ সরকার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সেক্রেটারী প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, ট্রেজারার অনিল চন্দ্র সাহা, আইন অনুষদের ডীন প্রফেসর মো. রাফিকুল আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, প্রভাষক ইকবাল হোসেন, লাকী আক্তার, মঞ্জুরুল হক, ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সেহেল, আল মুরসালিন সম্রাট, আসমা পারভীন, মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল, সাজন সাহা প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা চ্যাম্পিয়ন দল ল’ ব্রেভারসের হাতে ট্রফি তুলে দেন। পরে খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর