কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 আমিনুল ইসলাম বাবুল | ৫ আগস্ট ২০১৯, সোমবার, ৭:০৫ | তাড়াইল  


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  সোমবার (৫ আগস্ট) তাড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারেফ হোসাইন।

সভায় অন্যান্যের মধ্যে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল হাই, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিয়া, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম খন্দকার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল ভূঞা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ‘আমাদের সময়’ প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।

সভায় সার্বিক নিরাপত্তা, মিলাদ মাহফিলের স্থান যথাযথভাবে তৈরি করা, বৈদ্যুতিক সংযোগসহ দিনটি যাতে ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় সেসব নানা বিষয়ে আলোচনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর