kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ময়মনসিংহ অঞ্চলের নারী হ্যান্ডবলে কিশোরগঞ্জ পৌর কলেজ চ্যাম্পিয়ন


 স্টাফ রিপোর্টার | ১০ জানুয়ারি ২০১৮, বুধবার, ৬:২৮ | খেলাধুলা 


ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড পরিচালিত কলেজ পর্যায়ের বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতায় কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ দল মেয়েদের হ্যান্ডবলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় কিশোরগঞ্জ পৌর মিহলা কলেজ দল নেত্রকোনা সরকারি মহিলা কলেজ দলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে সাবিনা আক্তার ৩টি এবং সুমি ও লিমা আক্তার ২টি করে গোল করেছেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন চক্রবর্তী।

এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত ভলিবল ফাইনাল খেলায়ও কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ দল ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর


সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ