কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান

 স্টাফ রিপোর্টার | ৭ আগস্ট ২০১৯, বুধবার, ১২:২১ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্স এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সকল সদস্য এ অভিযানে অংশ নেন।

সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এতে অনেকের প্রাণহানীও ঘটছে।

ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার লক্ষ্যে এবং নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এর নির্দেশানুযায়ী এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর তত্ত্বাবধানে পাকুন্দিয়া থানা পুলিশও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে থানার ওসি মো. মফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা থানা কমপ্লেক্স এর আশপাশ এলাকায় মশার স্প্রে ছিটানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম জানান, আইজিপি স্যারের নির্দেশানুযায়ী ও এসপি স্যারের তত্ত্বাবধানে পাকুন্দিয়া থানা পুলিশও মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করে।

সপ্তাহব্যাপী এ অভিযান চলবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর