কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১:০৮ | বিশেষ সংবাদ 


কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি গুরুদয়াল কলেজের ফটকের সামনে রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শহরের বিভিন্ন কলেজের কয়েকশ’ প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপস্থিত শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের পাশাপাশি সরকারি চাকুরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

পাঁচ দফা দাবিগুলো হচ্ছে, কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগ এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূণ্য থাকা পদ সমূহে মেধায় নিয়োগ দেয়া, কোটার কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যবহার নয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর