কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৭০ জন হতদরিদ্রের মুখে হাসি ফোটাল ‘জীবন প্রদীপ’

 স্টাফ রিপোর্টার | ৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৫:২৬ | সংগঠন সংবাদ 


পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ৭০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জীবন প্রদীপ’। বুধবার (৭ আগস্ট) কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার হাসপাতাল রোডে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র মানুষদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সহ-সভাপতি জেড এম কাইয়ুম সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ৭০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, লবন, ডাল, কিচমিচ, সেমাই ও দুধ বিতরণ করা হয়।

এসব ঈদ সামগ্রী পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘জীবন প্রদীপ’ সংগঠনের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

সংগঠনের সদস্যরা বলেন, সমাজের সকল সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা করা ছাড়াও সংগঠনটি অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর