কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) কিশোরগঞ্জ এর যাত্রা শুরু

 স্টাফ রিপোর্টার | ৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:২৯ | সংগঠন সংবাদ 


বর্তমান সময়ে তরুণদের প্রথম সারির শখ হয়ে উঠেছে বাইক রাইডিং। তাই সকল বাইকার্সদের একসাথে মিলে মিশে দেশ ভ্রমণের জন্যও মোটরসাইকেল ক্লাব বা বাইকার্স ক্লাবটাও এখন গুরুত্বপূর্ণ বিষয়।

কিশোরগঞ্জ এর তরুণ বাইকারদের কথা চিন্তা করে বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল ক্লাব বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) তাদের জেলা ইউনিট বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) কিশোরগঞ্জ গঠন করেছে।

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে সকল সদস্যদের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) কিশোরগঞ্জ যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা এবং সচেতন ড্রাইভিং বিষয়ে আলোচনা করেন ক্লাবের এডমিন তারিকুল ইসলাম তপু, জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, সাব্বির আহমেদ, শিমুল আহমেদ এবং ক্লাবের মডারেটর উমর ফারুক জামিল, যোবায়ের হোসেন, সাখাওয়াত হোসেন ও সাদিকুল ইসলাম (অমি) প্রমুখ।

ক্লাবের উদ্যোক্তা ও এডমিন সাব্বির আহমেদ বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) কিশোরগঞ্জ এর পক্ষ থেকে পুরো বাংলাদেশ রাইড করার পরিকল্পনা প্রকাশ করেন।

আলোচনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিডি মোটরসাইকেল ক্লাব (বিএমসি) কিশোরগঞ্জ অংশ নিবে বলেও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এডমিন প্যানেল।

অনুষ্ঠান শেষে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়৷


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর