কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মদ খেয়ে মাতলামি করায় ৬ মাসের জেল

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১:১৬ | অপরাধ 


কিশোরগঞ্জে মদ খেয়ে মাতলামি করার অপরাধে মো. আশরাফুল ইসলাম সোহেল (৩৫) নামে এক মাতালকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এই দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজার পর মো. আশরাফুল ইসলাম সোহেলকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মো. আশরাফুল ইসলাম সোহেল কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার আব্দুল হামিদের ছেলে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মদ খেয়ে মাতলামি করার সময় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ মো. আশরাফুল ইসলাম সোহেলকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, মো. আশরাফুল ইসলাম সোহেলকে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মদ খেয়ে মাতলামি করার সময় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর