kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

পুকুরে কাদা মেখে মাছ ধরছেন সাইমন কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১:৪০ | বিনোদন 


চিত্রনায়ক সাইমন এখন আছেন কিশোরগঞ্জের কলাপাড়ায় নিজেদের বাড়িতে। ২১ ফেব্রুয়ারি গেছেন। ফিরবেন ২৮ ফেব্রুয়ারি। সোমবার তিনি বাড়ির পুকুরে মাছ ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার সন্ধ্যায় চিত্রনায়ক সাইমন কয়েকটি ছবিও পোস্ট করেছেন।

পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি মাছ ধরছেন। জানালেন, পুকুরের পানি প্রায় শুকিয়ে গেছে। এ অবস্থায় সারা দিনে অনেক মাছ ধরেছেন। এর মধ্যে আছে শিং, কই, মাগুর, টাকি, পুঁটি। আরও আছে নানা পদের ছোট মাছ। সব মিলিয়ে প্রায় ১৫ কেজি।

এত মাছ নিয়ে কী করেছেন? এমন প্রশ্নে সাইমন বলেন, ‘আত্মীয়স্বজন আর বন্ধুদের বাড়িতে পাঠিয়েছি। কিছু মাছ আমাদের বাড়িতে রান্না হচ্ছে। একটু পর এগুলো থাকবে রাতের খাবারে।’ আরও বললেন, ‘এই কলাপাড়ার সঙ্গে আমার অনেক স্মৃতি। ১৮ বছর আমি এখানে কাটিয়েছি।’

জানালেন, ‘অনেক দিন টানা শুটিং করেছি। বাবা-মাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আর এখানে আমার অনেক বন্ধু। তাদেরও মিস করছিলাম। এবার হাতে একটু বেশি সময় নিয়ে এসেছি। সবাই মিলে দারুণ আনন্দ করছি। এখানে আমি আর সিনেমার নায়ক নয়, সবার আদরের সাইমন।’

২৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সাইমন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর
সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ