কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে দুই মাদক অপরাধীর কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৭:০০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মাদক সেবন ও মাদক রাখার অপরাধে রিমন আহামেদ জনি (২২) ও মো. অমি (১৮) নামের দুই তরুণকে ছয় মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন শনিবার (১৭ আগস্ট) সকালে এই দণ্ডাদেশ দেন।

পরে দণ্ডিত দুই মাদক অপরাধীকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত দুই মাদক অপরাধীর মধ্যে রিমন আহামেদ জনি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার রতন মিয়ার ছেলে এবং মো. অমি একই এলাকার আব্দুর রউফের ছেলে।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বত নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ইয়াবা সেবনের সময় রিমন আহামেদ জনি ও মো. অমিকে হাতেনাতে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন দুই মাদকসেবী রিমন আহামেদ জনি ও মো. অমিকে ছয় মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর