কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫৫ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ দুপুরে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে বাজার তদারকি কার্যক্রমের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

যে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হচ্ছে, মির্জাপুর বাজারের রতন স্টোর, অনিল সাহা স্টোর ও জালাল খান স্টোর।

এর মধ্যে নিম্নমানের জুস, চিপস, আচার ও মসলা রাখায় রতন স্টোর ও অনিল সাহা স্টোরকে পাঁচ হাজার টাকা করে এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস্, ঘি ও সরিষার তেল রাখার দায়ে জালাল খান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখার দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ধারায় জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর