কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ

 স্টাফ রিপোর্টার | ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে জেলা জজশীপের উদ্যোগে শহরের আলোরমেলা এলাকায় সরকারি আদর্শ শিশু বিদ্যালয় সংলগ্ন পুকুরে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বিকালে এই পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ-১ আ ন ম ইলিয়াছ এবং যুগ্ম জেলা জজ-২ আর কিউ এম জুলকার নাঈম।

কিশোরগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পুকুরটিতে রুই, কাতল  ও মৃগেল মাছের ৪২ কেজি পোনা অবমুক্ত করা হয়।

২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ, কটিয়াদী উপজেলার হ্যাচারি অফিসার মো. মোজাম্মেল প্রমুখ ছাড়াও জেলা জজশীপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ জানান, এক মাস আগেও পুকুরটিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর