কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ট্রাফিক সচেতনতা পক্ষের র‌্যালি

 স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১১:৫৯ | তাড়াইল  


আমিনুল ইসলাম বাবুল, কিশোরগঞ্জ নিউজ, ১ সেপ্টেম্বর, ২০১৯: “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ী ফিরুন” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরণে ট্রাফিক সচেতনতা পক্ষ-২০১৯ উপলক্ষ্যে এক সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে তাড়াইল থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান উদ্বোধনের মাধ্যমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আহম্মেদ, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি, চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে থানা চত্বরে ট্রাফিক সচেতনতা পক্ষের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর