কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 স্টাফ রিপোর্টার, ভৈরব | ২ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১২:৩৫ | কুলিয়ারচর 


সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ নিউজ, ২ সেপ্টেম্বর, ২০১৯: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ উদ্বোধন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকালে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল মো. ইদ্রিস মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দৌলা হারুন, ইউএনও অফিসের নাজির মো. রাফিউল হক, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুকরণ, মাদকাশক্তি, জঙ্গীবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর