কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কাব্য জ্যোতি সাহিত্য সম্মাননা পেলেন কিশোরগঞ্জের মেয়ে জেসমিন আক্তার

 স্টাফ রিপোর্টার | ৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৯:৫৫ | সাহিত্য 


চাঁদপুর বাংলা সাহিত্য একাডেমির পক্ষ থেকে সেরা কবিতার জন্য ‘কাব্য জ্যোতি সাহিত্য সম্মাননা’ পেয়েছেন কিশোরগঞ্জের মেয়ে কবি জেসমিন আক্তার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্য আড্ডা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের অতিথিরা জেসমিন আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অসিম সাহা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। সম্মানিত অতিথি ছিলেন কবি ও সংগঠক টিপু রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও কবি এবি এম সোহেল রশিদ। সংগঠনের সভাপতি কবি মো.  আল আমীন হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ইশতিয়াক হোসাইন।

উল্লেখ্য, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের মেয়ে জেসমিন আক্তার দীর্ঘ দিন ধরে লেখালেখির সাথে জড়িত। বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরবান এমপাওয়ারমেন্ট প্রকল্পে কর্মরত রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর