কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান এনামূল হক ভূঁইয়ার স্ত্রীর ইন্তেকাল

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ১০:১২ | অষ্টগ্রাম 


অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামূল হক ভূঁইয়ার স্ত্রী আফরোজা নিগার মিনা (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ইউপি চেয়ারম্যান মো. এনামূল হক ভূঁইয়া, দুই ছেলে আরিফুল হক ভূঁইয়া ও এহসানুল হক ভূঁইয়া, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন যাবত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বাঙ্গালপাড়া দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দরী বাচ্চু, সরকারি রোটারি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, ভাইস চেয়ারম্যান মানিক দেব, প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবতী, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া, সদর ইউ’পির চেয়ারম্যান সৈয়দ ফারুখ আহাম্মেদ, নাসির নগর উপজেলার গোয়ালনগর ইউপির চেয়ারম্যান আজাহারুল হক, উপজেলা যুবলীগের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম ফারুখ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর