কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শিশু শিক্ষার্থীদের মৌসুমি প্রতিযোগিতার উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৯:৩৫ | কলকাকলি 


কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শিশু শিক্ষার্থীদের মৌসুমি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। জেলা শিশু একাডেমি জেলা পর্যায়ে মৌসুমি প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস খালেদা ইসলাম, কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর সভাপতি কোহিনুর আফজল এবং সহকারি অধ্যাপক সামিউল হক মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিচারকগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা পর্যায়ের মৌসুমি প্রতিযোগিতায় দলীয় নৃত্য, দেশাত্মবোধক জারি, বিতর্ক, জ্ঞান জিজ্ঞাসা, দলীয় অভিনয় এবং দেয়ালিকা প্রদর্শন এই ৬টি ইভেন্টে জেলার ১৩টি উপজেলার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিযোগিরা অংশ নেয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর