কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ওপেন হাউজ ডে

 আমিনুল ইসলাম বাবুল | ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৯:০৮ | তাড়াইল  


পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জের তাড়াইলে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল থানা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাড়াইল থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান। এতে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল হাই, তাড়াইল বাজার বণিক সমিতির সহসভাপতি মো. শাহাব উদ্দিন ভূঞা, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ উদ্দিন আহমেদ, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান, রাউতি ইউপি চেয়ারম্যান  শরীফ উদ্দিন জুয়েল, তাড়াইল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএস জামান সমরাট, সাংবাদিক দেওয়ান ফারুক দাদ খান প্রমুখ বক্তৃতা করেন।

পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান প্রধান অতিথির বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর