kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে টিভিএস সিএনজি গাড়ীর মেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার | ১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৮ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জে টিভিএস কিং ডিলাক্স থ্রী হুইলার সিএনজি গাড়ীর সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন মেলার উদ্বোধন করেন। শহরের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে মেসার্স এস.এম. এন্টারপ্রাইজ এই মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইফাদ মটরস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) মো. আলমগীর ছাড়াও মেলা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮, ০১৮৪১ ৮১৫৫০০
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ