কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক | ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৮:৫৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুই ফার্মেসীকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুর পৌর এলাকা ও হাজীপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুর পৌর এলাকা ও হাজীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ফিরোজা মেডিকেল হলকে দুই হাজার টাকা ও ফয়সাল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জের ড্রাগ সুপার ফোয়ারা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর