kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

চিরনিদ্রায় সাংবাদিক বাবলু আহমেদ


 স্টাফ রিপোর্টার | ৩ মার্চ ২০১৮, শনিবার, ৫:৪৮ | বিশেষ সংবাদ 


শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন সময় টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বাবলু আহমেদ। শনিবার বাদ জোহর করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পৌরসদরের ঘোনাপাড়া এলাকার পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।

নামাজে জানাজায় সাংবাদিক, জেলার বিশিষ্টজনসহ নানা শ্রেণিপেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু আহমেদ (৪৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাতে তিনি জেলা শহরের আলোরমলো এলাকার বাসায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ