কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে দুই দিনের পরিবার পরিকল্পনা মেলা

 স্টাফ রিপোর্টার | ৪ মার্চ ২০১৮, রবিবার, ১২:৪৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার আয়োজন করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে  কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শনিবার (৩ মার্চ) সকালে শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান খান প্রমুখ বক্তৃতা করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. হালিমা আখতার।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি) এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হোসেনপুর স্বনির্ভর বাংলাদেশ ম্যানেজার মো. নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

মেলায় জেলার বিভিন্ন বিভাগের মোট ২০টি স্টল দেয়া হয়।

মেলা উপলক্ষে উদ্বোধনী দিনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর