কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার ২১৫ পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ মার্চ ২০১৮, রবিবার, ১:১০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের ২১৫টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুভ বিদ্যুতায়নের মাধ্যমে ওই পরিবারগুলোর অন্ধকার দূর করে আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

স্থানীয় চরপাড়াতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যুৎ এর সুইচ টিপে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

এর আগে চরফরাদী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পল্লী বিদ্যুৎ হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি মো. আবদুল হাকিম, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফররুখ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর