কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৩:৫০ | অষ্টগ্রাম 


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন আগামী ৯ অক্টোবর। সফরের ৬ষ্ঠ দিন ১৪ অক্টোবর দুপুরে তিনি ইটনা উপজেলা থেকে হেলিকপ্টারযোগে অষ্টগ্রামে যাবেন। সেখানে বিকালে রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেয়া হবে।

এছাড়া সন্ধ্যায় অষ্টগ্রামের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রামের জেলা পরিষদ ডাকবাংলোতে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন ১৫ অক্টোবর সকালে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে তিনি অষ্টগ্রাম ত্যাগ করবেন।

অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর এই সফর উপলক্ষে উপজেলার সকল কর্মকর্তা, সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রপতির অষ্টগ্রাম আগমন উপলক্ষে উপস্থিত ব্যক্তিবর্গ বিভিন্ন মতামত উপস্থাপন করেন। এছাড়া অষ্টগ্রামে রাষ্ট্রপতির সফরের সময় নিয়ম-শৃংখলা এবং বিশেষ করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর