kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কবিতা

বদলাও চোখের ভাষা গোলসান আরা বেগম | ৫ মার্চ ২০১৮, সোমবার, ২:০৯ | সাহিত্য 


অবাক বিস্ময়ে উপভোগ করি
তোমার চোখের ঝিকঝাক চাহনি
কখনও ক্রোধের আগুন জ্বলে
কখনও-বা প্রেমের অশ্রুধারা।

আকাশের নীল কেড়ে কালো টিপ
পাথরের ফুল খোপায় গুজেঁ কর
চোখে চোখে উঞ্চ নির্লজ্জ আবেদন
বিশ্ব বিখ্যাত প্রেমালাপের নকশা আঁকো।

ফুলের মত নিষ্পাপ মন্ত্রমুগ্ধ
জাদুকরী চুম্বকীয় আর্কষণ চোখে
ক্রোধাগ্ধ করতে পারো না চাইলেও
আবেগের ঘরে তুমিও বন্দি।

যত বিষবাষ্প ছড়াও কুড়াও
উড়াও লাল সংকেতময় পতাকা
প্রেম প্রদীপের শীতল স্পর্শে দাঁড়িয়ে
পারবে না সাপের ছোবল দিতে।

বদলাও তোমার চোখের ভাষা
তীর্ষ চুম্বন কর নমনীয় সহনীয়
ফুল হাতে সাজাও বাসর
শ্বেত কবুতর শান্তির দুয়ার খুলে।

দেখো- সুখের পাপড়ি উড়ে উড়ে
করবে শান্তির প্রতিশ্রুতি ঘোষণা
যত চাও পাবে বুক ভরে
ভালোবাসার মোহনীয় চুম্বন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ