কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে দুর্গাপূজা পরিদর্শনে ডিসি-এসপি

 মিছবাহ উদ্দিন মানিক | ৫ অক্টোবর ২০১৯, শনিবার, ৮:৩৪ | হোসেনপুর 


হোসেনপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। শনিবার (৫ অক্টোবর) দুপুরে তারা দুর্গাপূজা পরিদর্শনে হোসেনপুর যান।

হোসেনপুরে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানসূচির মধ্যে আকর্ষণীয় ধর্মীয় বিনোদনমূলক গীতনাট্য মা দূর্গতি নাশিনীর মহিষাসুর বধ তিন দিন ব্যাপী অনুষ্ঠানসূচির উদ্বোধনও করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বিকালে উপজেলার শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী শরীফ, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার সভাপতি শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার সাধারণ সম্পাদক গৌতম সাহা প্রমুখ।

পরে স্থানীয় শিল্পীরা গীতনাট্য মা দূর্গতি নাশিনীর মহিষাসুর বধ পরিবেশন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর