বাজিতপুরে মায়ের সাথে নানার বাড়িতে দুর্গাপূজার প্রতিমা দেখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দীপ ঋষিদাস (৭) ও দীপ্ত ঋষিদাস (৫) নামে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দীপ ঋষিদাস ও দীপ্ত ঋষিদাস বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ঋষিপাড়ার সুমন্ত ঋষিদাসের দুই ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে মায়ের সাথে দুই ভাই দীপ ও দীপ্ত নানার বাড়ি একই উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে বেড়াতে যায়। দুপুরে গ্রামের মণ্ডপে তারা মায়ের সাথে প্রতিমা দেখতে যায়।
সেখানে এক পর্যায়ে মায়ের অজান্তে মণ্ডপের পাশের পুকুরে দুই ভাই দীপ ও দীপ্ত পড়ে যায়। পরে মা ও স্বজনেরা শিশু দু’টিকে মণ্ডপে না পেয়ে খোঁজাখুজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।