কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১:২০ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চার দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন প্রমুখ  উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকা'র অর্থায়নে "উপজেলা পরিচালন ও উন্নয়ন" প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চার দিনব্যাপী এই আইসিটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে কুলিয়ারচর উপজেলার ৬৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন।

আইসিটি প্রশিক্ষণে তাদের উপজেলা পরিষদে ন্যস্তকৃত বিভাগসমুহের ওয়েব-পোর্টাল, ই-ফাইলিং, ইন্টারনেট ব্রাউজিং, আইসিটি বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক কাজের প্রশিক্ষণ দেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর