kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

জাতীয় পাট দিবসে কিশোরগঞ্জে র‌্যালি আলোচনা


 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০১৮, মঙ্গলবার, ২:৫৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পাট গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, এক সময় ‘সোনালী আঁশ’ খ্যাত পাটের জন্য বিশ্বজুড়ে বাংলাদেশের বিশেষ খ্যাতি থাকলেও মাঝে বহুদিন পাটের আবাদ কমে গিয়েছিল। সরকার এখন পাটের ওপর বিশেষ জোর দিয়েছে। পাটের জীবন রহস্য উদঘাটিত হয়েছে। বেশ কিছু পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাটজাত বিভিন্ন ব্যবহার্য সামগ্রিসহ শোপিস বিশ্বের বিভিন্ন দেশে সমাদ্রিত হচ্ছে। কৃষকরা এখন পাটের দামও ভাল পাচ্ছেন। যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাটের আবাদ আবার বৃদ্ধি পেয়েছে।

আগামীতে পাটের সম্ভাবনাময় বাজার আরো সম্প্রসারিত হবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে পাটের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ