কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

 সোহেল সাশ্রু, ভৈরব | ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৯:২৭ | ভৈরব 


“আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে জাতীয় ইঁদুর নিধন অভিযানের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

উপজেলা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভৈরব উপজেলার মডেল চাষীদের নিয়ে মাসব্যাপী কর্মসূচি সফল করতে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খানের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, কৃষি সম্পসারণ কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আলফাজুল হেকিম, কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সহকারী কর্মকর্তা রাশিদা আক্তার, মুছা মিয়া প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া জাতীয় ইঁদুর নিধন অভিযান মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন কৃষকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর