কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৪:৪৪ | পাকুন্দিয়া  


সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় পাকুন্দিয়াও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলা উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণের মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আনোয়ারুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ৪০টি স্টল সাজানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর