কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এমপিওভুক্ত হল কিশোরগঞ্জের ছয় মাদ্রাসা আলিম স্তর শিক্ষা প্রতিষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ৭:০৮ | শিক্ষা  


নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এমপিওভুক্তির এ ঘোষণা দেন। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টি মাদ্রাসা আলিম স্তর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ছয়টি মাদ্রাসা আলিম স্তর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। নতুন এমপিওভুক্ত হওয়া কিশোরগঞ্জ জেলার ছয়টি মাদ্রাসা আলিম স্তর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কটিয়াদী উপজেলার একটি, পাকুন্দিয়া উপজেলার দুইটি, তাড়াইল উপজেলার দুইটি এবং অপরটি মিঠামইন উপজেলার।

নতুন এমপিওভুক্ত হওয়া ছয়টি মাদ্রাসা আলিম স্তর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, কটিয়াদী উপজেলার সহশ্রাম ছাইমুন্নেছা আলিম মাদ্রাসা, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা ও নূর হোসাইনী আলিম মাদ্রাসা, তাড়াইল উপজেলার ধলা বহুমুখী আলিম মাদ্রাসা ও রাজ্জাকীয়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা এবং মিঠামইন উপজেলার মহিষারকান্দি নিজামীয়া মাতলুবুল উলূম আলিম মাদ্রাসা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর