কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫৪ | ভৈরব 


দেশের বন্দর নগরী ভৈরবে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

বিজ্ঞান বিষয়ক এই কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়রাম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। কুইজ প্রতিযোগিতায় এবারের আলোচ্য বিষয় ছিলো ‘মোবাইল আসক্তি, প্রযুক্তির অপব্যবহার’।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, আইসিটি অধিদপ্তরের ভৈরবের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ হাসান ও ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর