কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করায় ডিবি পুলিশের ওপর হামলা

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১১:০৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শহরের আখড়া বাজার এলাকা থেকে মো. রাকিব (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে আসামি রাকিবের রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়। আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে সাদা পোশাকে থাকা জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল জাহাঙ্গীরের ওপর রাকিবের তিন সহযোগী হামলা করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শ্যামল মিয়া কনস্টেবল জাহাঙ্গীরকে রক্ষা করতে গেলে তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মহিউদ্দিন মাখন (২৫) নামে এক হামলাকারীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর