কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ময়নামতি ও খাওয়া দাওয়া রেস্টুরেন্ট, গৌর গোবিন্দ মিষ্টান্ন, হামিদা ডিপার্টমেন্টালকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১:২৭ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং এর অংশ হিসাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দুইটি রেস্টুরেন্ট, একটি মিষ্টির দোকান ও একটি ডিপার্টমেন্টাল স্টোরসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ময়নামতি হোটেলকে ১০ হাজার টাকা এবং গৌর গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স রাখায় হামিদা ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এবং উম্মে হাফছা নাদিয়া এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর