কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 আমিনুল ইসলাম বাবুল | ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ৮:০৭ | তাড়াইল  


‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে তাড়াইলে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় তাড়াইল থানায় কেক কেটে দিবসের শুভ সুচনা করা হয়। পরে থানা চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বদরুল হাসান রনি, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ উদ্দিন আহমেদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুজ, ধলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, তাড়াইল থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএস জামান স¤্রাট, সাধারণ সম্পাদক দেওয়ান ফারুক দাদ খান, উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অধীর ভৌমিক মধু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, জনপ্রতিনিধি, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর