কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে জাতীয় সমবায় দিবস উদযাপিত

 আমিনুল ইসলাম বাবুল | ২ নভেম্বর ২০১৯, শনিবার, ৯:০৪ | তাড়াইল  


‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।

শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ  হয়।

এ সময় জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম এর সঞ্চালনায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর